গ্রামীণ কৃষি ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর চাচী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েলের মা শেখ রাজিয়া নাসেরের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে রাত ৮টা ৫০ মিনিটে রাজিয়া নাসের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বার্ধক্যজনিত কারণে গত ৩ নভেম্বর থেকে চিকিৎসাধীন ছিলেন।