সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম স্বাস্থ্য শিশুর বিকাশ

শিশুর বিকাশ

ডাঃ লুনা পারভীন

বাচ্চাকে একজন অমায়িক,ভালো আচরন,ভালো চরিত্রের অধিকারী হিসেবে তৈরি করতে হলে মা বাবাদের যা যা করনীয়……

বাবা মায়ের কাজ কি?

শিশুর বিকাশের জন্য তাকে যথেষ্ট সময় দিতে হবে। তার সাথে কথা বলতে হবে, ছড়া গান শোনাতে হবে। ছবির বই দিয়ে ছবি চেনাতে হবে, পেন্সিল, রংতুলি দিয়ে তাকে লিখতে ও আঁকতে শেখাতে হবে। খেলনা দিয়ে তাকে বিভিন্ন শেপ, রং শেখাতে হবে।

বাচ্চা যেন জেদি, চঞ্চল ও উশৃংখল না হয় তার জন্য কি করতে হবে?

আপনাকে রোল মডেল হতে হবে। বাচ্চার সামনে।কখনো ঝগড়াঝাটি, মারামারি, মিথ্যে কথা বলা, পরিবারের অন্যদের সাথে খারাপ আচরণ করা বন্ধ করতে হবে। বাচ্চাকে সময়ের মূল্য শেখাতে হবে, সারাদিন একটা রুটিনের মধ্যে তার কাজগুলো গুছিয়ে করা শেখাতে হবে। নিজের কাজ নিজে করা এবং অন্যকে তার কাজে সাহায্য করা শেখাতে হবে।

কখনো ভুলেও বাচ্চাকে অন্য বাচ্চার সাথে তুলনা করা যাবে না, বকাঝকা না করে বুঝিয়ে বলতে হবে, কথা শুনলে পুরষ্কৃত করতে হবে। বাইরের খোলা প্রকৃতিতে নিয়ে যেতে হবে, পরিবেশ চেনাতে হবে।

কখনো ভুলেও টিভি, ল্যাপটপ, মোবাইল দিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না। একটানা এসব গ্যাজেট ব্যবহার করতে দিবেন না। চকলেট, চিপস, ফাস্ট ফুডে আসক্ত করবেন না এবং ভালো মন্দ পার্থক্য করতে শেখাবেন। বড়দের সন্মান ও ছোটদের আদর করতে শেখাবেন।

আর জরুরি যেটা, ব্যাড টাচ, শরীরের কোথায় স্পর্শ করা খারাপ বা উচিত-অনুচিত এসব শেখাতে হবে, অপরিচিতদের কাছ থেকে কিছু নেয়া খাওয়া বা তার সাথে যাওয়া, এমনকি ক্ষেত্র বিশেষে পরিচিতদের সাথেও না বলে কোথাও যাওয়া বা মেশা যাবে না তা বুঝাতে হবে।

একটু বড় বাচ্চাদের অবশ্যই, বাবা মায়ের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার মুখস্থ করিয়ে রাখবেন। সবচেয়ে বড় ক্রিটিক্যাল সময় হচ্ছে “বয়ঃসন্ধি”। এসময়টা যথাসম্ভব ওদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য্য নিয়ে বুঝতে ও বোঝাতে হবে। প্রয়োজনে ব্যাখ্যা করতে হবে ওদের পরিবর্তনগুলোকে,প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিবেন।

কাজেই একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করতে অবশ্যই আপনাকে সময় ও শ্রম দিতে হবে। শুধু পেট ভরার দিকে নজর দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এর কোন বিকল্প বা শর্টকাট রাস্তা নেই। যুগের সাথে গা ভাসিয়ে স্ট্যাটাস মেইনটেইনের নামে বাচ্চাকে গিনিপিগ বানিয়ে এক্সপেরিমেন্ট করবেন তো ফলাফল একদিন বৃদ্ধাশ্রমে নাহয় একাকি নিঃসঙ্গ জীবন কাটিয়ে হাতে হাতে পাবেন, বিশ্বাস করুন আর নাই করুন।

লেখকঃ শিশু বিশেষজ্ঞ,ঢাকা শিশু হাসপাতাল,শ্যামলী।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments