শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণ

শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর পক্ষ থেকে চেক বিতরণ

মো. আশরাফুল আলম দিনাজপুরঃ

দেশে সকল ধর্মের মানুষ এই সরকারের আমলে সম অধিকার ভোগ করছে। প্রতিবছর শারদীয় দূর্গা পূজা এলেই সরকার যথাযথ পূজাকে উৎসব মূখর করতে সবরকম সহযোগিতা করেন, এবারও তাই করেছেন। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত চেক বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও বক্তব্য শেষে চেক বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল আলম সুমন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জয় প্রকাশ নারায়ন। চেক বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধিমান চন্দ্র দাস। অনুষ্ঠানটি আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুর। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখা দিনাজপুর। এসময় ফুলবাড়ী উপজেলা পৌরসভা সহ ৭টি ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

লালমনিরহাটে আলু-পেঁয়াজ-সবজির বাজারে স্বস্তি

জেলার বাজারগুলোতে শীতকালীন সবজি, আলু ও পেঁয়াজের দামে স্বস্তি ফিরেছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় এসব পণ্যের কেজি প্রতি দাম কমেছে ২০ টাকা থেকে...

তরুণদের সঠিকভাবে কাজে লাগাতে পারলে দেশের চিত্র পাল্টে যাবেঃ বিএনপি মহাসচিব 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত। তাদের মেধা শক্তি অনেক ভালো। তরুণদের...

সোমবার ট্রাম্পের জাঁকজমকপূর্ণ প্রত্যাবর্তন

ডোনাল্ড ট্রাম্প আগামী সোমবার দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করতে যাচ্ছেন। ৭৮ বছর বয়সী এই রিপাবলিকান নেতা ওয়াশিংটনের ইউএস ক্যাপিটলে...

কৃষিতে নারীশ্রম, ফসলে চওড়া হাসি

অগ্রহায়ণ শেষে পৌষের আগমন। প্রকৃতিতে ইতোমধ্যে শীতের দাপট। আমন ধান কাটা ও মাড়াইয়ের মৌসুম শেষ। এখন চলছে নানা ধরনের শাক-সবজি আর শস্য...

Recent Comments