মো. আশরাফুল আলম দিনাজপুরঃ
দেশে সকল ধর্মের মানুষ এই সরকারের আমলে সম অধিকার ভোগ করছে। প্রতিবছর শারদীয় দূর্গা পূজা এলেই সরকার যথাযথ পূজাকে উৎসব মূখর করতে সবরকম সহযোগিতা করেন, এবারও তাই করেছেন। গত শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে সনাতন ধর্মাবম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মাননীয় প্রধান মন্ত্রীর প্রদত্ত চেক বিতরণ অনুষ্ঠানে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও বক্তব্য শেষে চেক বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ খাইরুল আলম সুমন, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, দিনাজপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও দিনাজপুর জেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুনিল চক্রবর্তী, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, জয় প্রকাশ নারায়ন। চেক বিতরন অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধিমান চন্দ্র দাস। অনুষ্ঠানটি আয়োজন করে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট দিনাজপুর। সহযোগীতায় ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি ফুলবাড়ী শাখা দিনাজপুর। এসময় ফুলবাড়ী উপজেলা পৌরসভা সহ ৭টি ইউনিয়নের পূজা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।