আন্তর্জাতিক ডেস্কঃ শান্তির শহর ভিয়েনায় অশান্তির হানা। সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ব্যস্ততম এলাকা সুইডেন প্লাজায় হঠাৎ করে সন্ত্রাসী হামলা হয়।
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার মধ্যবর্তী অঞ্চলে সোমবার সন্ধ্যায় একাধিক গুলির ঘটনায় তিন জন নিহত এবং অপর অন্তত: ১৫ জন গুরুতর আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়।
সন্ত্রাসীদের এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। অন্যরা পালিয়ে গেছে। সারা ভিয়েনা পুলিশ ঘিরে ফেলেছে। পালিয়ে যাওয়া সন্তাসীদের ধরার জন্য বিভিন্ন রাস্তার মোড়ে বেড়িকেড দিয়ে তল্লাশি করা হচ্ছে। ভিয়েনা শহরে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।