নিজস্ব প্রতিবেদকঃ আজ শুক্রবার (৪ ডিসেম্বর) বাদ মাগরিব মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায় ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর সভাপতি হাজ্বী মো তারিকুল ইসলাম তরু’র সভাপতিত্বে এবং সংগঠন এর ঢাকা মহানগর উত্তর কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সরকার এর সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তরের সম্পাদক মন্ডলীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ, সংগঠন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ এবং কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা অধ্যাপক মো. আমজাদুর রহমান খান।
আগামী ১৪ ডিসেম্বর (শহীদ বুদ্ধিজীবী দিবস) এবং ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস-২০২০) উদযাপন নিয়ে আলোচনার পর ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি ঘোষণা করা হয়।
সম্পাদক মন্ডলীর বিশেষ সভায় পবিত্র কুরআন তেলোয়াত করেন ঢাকা মহানগর উত্তর এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মো. আমির হোসেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর কমিটির সিনিয়র সহ-সভাপতি মীর আলাউদ্দিন বাপ্পী।
আলোচনায় অংশ নেন এস এম আশরাফুল আলম ( সম্পাদক ও প্রকাশক গ্রামীণ কৃষি পত্রিকা ), মো. মইনুল ইসলাম, কৃষিবিদ হাসান রুহি, শেখ জামাল উদ্দিন, প্রকৌশলী মো. আনিসুজ্জামান কালাম, মো. রিয়াজুর রহমান মুন্না সহ প্রমুখ নেতৃবৃন্দ।