মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জ রাজশাহীর তানোরে আওয়ামী লীগের ১০ জনের প্রার্থী ঘোষণা

রাজশাহীর তানোরে আওয়ামী লীগের ১০ জনের প্রার্থী ঘোষণা

আদিবা জান্নাত (তানোর,রাজশাহী): রাজশাহীর তানোরে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়। গত বৃহস্প্রতিবার (৩ ডিসেম্বর) তানোর পৌর সদরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিপ সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার আবুল বাসার সুজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাঃ আব্দুল আহাদ মন্ডল, কাউন্সিলর আব্দুল লতিফ মন্ডল, রাকবুল হাসান পাপুল সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো, সাধারণ সম্পাদক ওহাব সরদার ও সাবেক সভাপতি ইকবাল মোল্লা প্রমুখ। এছাড়াও পৌর আওয়ামী লীগের সকল ইউনিটের সভাপতি,সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ জন নেতাকর্মীর (মেয়র প্রার্থী) নাম জেলা কমিটির মাধ্যমে কেন্দ্র পাঠানোর সীদ্ধান্ত গ্রহণ করা হয়। এরা হলেন প্রসিদ্ধ ব্যবসায়ী ও সমাজ সেবক আবুল বাসার সুজন, পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, আইনবিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুল আহাদ মন্ডল, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজির হাসান প্রতাপ সরকার, তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো ও সাধারণ সম্পাদক ওহাব সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাসানুল রবিন সরকার ও মৃদুল কুমার ঘোষ, কৃষক লীগের সাধারণ সম্পাদক আরব আলী,আরিফুজ্জামান বাচ্চু ও ইকবাল মোল্লা।

এদিকে সকল প্রার্থী ওয়াদা করেন মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা দিবেন তাকেই বিজয়ী করতে তারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এছাড়াও এখন থেকে সকল প্রার্থী ঐক্যবদ্ধভাবে নৌকার জন্য ভোট প্রার্থনা করে প্রতিদিন প্রতিটি মানুষের দৌরগোড়ায় গিয়ে আওয়ামী লীগের উন্নয়ন ও অর্জনের চিত্র তুলে ধরে নৌকার প্রচারণা করবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments