রাজিব হোসেন নিরব (রাজবাড়ী)॥ রাজবাড়ী জেলা কালুখালি থানার অন্তর্গত,মূগী বাজারের এলাকার শাহিন মল্লিকের ছেলে মঙ্গলবার (১৭ নভেম্বর) আনুমানিক সকাল ১০টায় বাড়িতে খেলাধুলা করার সময় হারিয়ে যায়,অনেক খোজাখুজি করার পর মূগী পুলিশ ফাঁরিতে সাধারণ ডায়েরি করা হয়।এলাকাবাসী অনুমান করে বাড়ির পাশে মূগী বাজারের দিকে রাস্তার পাশে একটি জলাবদ্ধ খাল রয়েছে। এলাকাবাসীর অনুমানের ভিত্তিতে খালের পানি সেচ করে। দীর্ঘ ৩ ঘন্টা অভিযান চালিয়ে পানি সেচ করে সন্ধা ৬ টায় খাল থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।স্থানীয় ডাক্তার শিশুটিকে মৃত ঘোষনা করে। পরে এম্বুলেন্স করে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তারও মৃত ঘোষনা করে। এলাকায় শোকের ছায়া নেমে আসে।