বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম অন্যান্যরবি ও সোমবার বজ্রসহ বৃষ্টি হতে পারে

রবি ও সোমবার বজ্রসহ বৃষ্টি হতে পারে

গ্রামীণ কৃষি ডেস্কঃ  রোববার ও পরের দিন সোমবার দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে মনে আবহাওয়া অধিদফতর।
শনিবার (১ মে ২০২১) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা,বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙামাটি নোয়াখালী এবং ফেনী অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছে। এসব অঞ্চলের তাপমাত্র কিছু স্থানে কমতে পারে।
এছাড়া দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে।
রোববার সূর্যোদয় ভোর ৫ টা ২৪ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments