আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টার ও কম সময়ের মধ্যে ফাইজার-বায়োএনটেকের টিকা দেয়ার কাজ শুরু হচ্ছে
শুক্রবার দেশটির ফুড এন্ড ড্রাগ প্রশাসন টিকাটির জরুরি ব্যবহারের অনুমোদন দেয়ার পর ট্রাম্প এ কথা বলেন।
টুইটারে প্রকাশিত টেলিভিশন ভাষণে ট্রাম্প বলেন, ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রথম টিকাটি দেয়া হবে।
তিনি আরো বলেন, আমাদের অংশীদার ফেডএক্স ও ইউপিএসের মাধ্যমে ইতোমধ্যে আমরা প্রত্যেক রাজ্যে টিকা সরবরাহের কাজ শুরু করেছি।
অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন তা রাজ্যের স্ব স্ব গভর্ণররা নির্ধারণ করবেন।
ট্রাম্প বলেন, আমরা চাই সিনিয়র নাগরিক, স্বাস্থ্য কর্মী এবং সম্মুখ সারির যোদ্ধারা আগে টিকা পাক। এতে মৃত্যু হার দ্রুত ও নাটকীয়ভাবে কমে যাবে।