শনিবার, মার্চ ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা কোভিড-১৯ পরীক্ষায় মাহমুদুল ছাড়া, সকল ক্রিকেটার উত্তীর্ণ

কোভিড-১৯ পরীক্ষায় মাহমুদুল ছাড়া, সকল ক্রিকেটার উত্তীর্ণ

ক্রীড়া ডেস্কঃ ক্রিকেটার ও কর্মকতা ১২৫ জনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক আয়োজিত কোভিড-১৯ পরীক্ষায় একজন বাদে সকলেই উত্তীর্ণ হয়েছেন।
কোভিড-১৯ রিপোর্টে পজিটিভ আসা ক্রিকেটার হলেন- মাহমুদুুল হাসান জয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী খেলোয়াড় তিনি। আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপে গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে খেলার কথা তার।
হোটেল সোনারগাঁওয়ে জৈব-সুরক্ষা পরিবেশে প্রবেশের আগে খেলোয়াড় ও কর্মকর্তাদের কোভিড-১৯ পরীক্ষা সম্পন্ন হয়।
পজিটিভ হবার পর জয়কে বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে আইসোলেশনে ও অন্যান্যদের জৈব-সুরক্ষা পরিবেশে পাঠানো হয়েছে।
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জন্য জৈব-সুরক্ষা পরিবেশ তৈরি করা হয়। যা আগামী মঙ্গলবার থেকে শুরু হবে।
গাজী গ্রুপ চট্টগ্রামের ম্যানেজার শেখ সোহেল রানা জানান, ‘মাহমুদুল হাসান জয় করোনায় আক্রান্ত সে এখন একাডেমি বিল্ডিংএ আইসোলেশনে আছেন।’
জয়কে ছাড়াই অনুশীলন শুরু করেছে চট্টগ্রাম। তবে জয়ের পরিবর্তে কাউকে দলে নেয়া হবে কি-না, তা জানায়নি চট্টগ্রাম।
বিসিবির নিয়মনুযায়ী, যদি কোন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হন, তবে তার স্থলাভিষিক্ত করা যাবে।
চট্টগ্রামের ম্যানেজার রানা আরও বলেন, ‘তবে আমাদের এখন পর্যন্ত তেমন কোন পরিকল্পনা নেই। জয় সুস্থ হতে পারলেতাকে আমাদের দলে অর্ন্তভুক্ত করবো।’
এদিকে, খেলোয়াড়-কর্মকর্তা ছাড়াও বিসিবি হোটেল স্টাফ, গ্রাউন্ডসম্যান, ব্রডকাস্টার কর্মীসহ আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নেয়া ব্যক্তিদেরও করোনার পরীক্ষাও করা হয়েছে। সকলেই উত্তীর্ণ হয়েছেন জানা গেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments