বুধবার, সেপ্টেম্বর ১১, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক মাস্ক পরতে বলা কোনা রাজনৈতিক বিবৃতি নয়ঃ বাইডেন

মাস্ক পরতে বলা কোনা রাজনৈতিক বিবৃতি নয়ঃ বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনা মহামারির বিস্তার ঠেকাতে আমেরিকানদের প্রতি মাস্ক পরার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি মাস্ক পরতে বলাকে রাজনৈতিক বিবৃতি হিসেবে বিবেচনা না করার কথাও বলেছেন।
মহামারি প্রতিরোধে তার প্রশাসন থেকে যেসব বিজ্ঞানী নেতৃত্ব দেবেন তাদের নাম ঘোষণার প্রেক্ষাপটে বাইডেন এ কথা বলেন।
তিনি আরো বলেন, বিভাজনমূলক নির্বাচন শেষে মহামারি প্রতিরোধের অভিন্ন লক্ষ্য নিয়ে আমেরিকানদের অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।
বাইডেন বলেন, সুতরাং আমি আপনাদের অনুরোধ করছি, মাস্ক পরুন। আপনার জন্যে মাস্ক পরুন, প্রতিবেশীর জন্যে মাস্ক পরুন।
তিনি আরো বলেন, মাস্ক কোন রাজনৈতিক বিবৃতি নয়। কিন্তু দেশকে একত্র করার কাজ শুরু করতে এটি একটি ভালো উপায়।
ডেলওয়ারের উইলমিংটন থেকে সোমবার এক ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়ে বাইডেন ও নব-নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ট্রানজিশান কোভিড ১৯ এডভাইজরি বোর্ডের নাম ঘোষণা করেন।
বাইডেন(৭৭) গত কয়েকমাস ধরে নিয়মিতই মাস্ক পরে আসছেন। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই মাস্ক ছাড়াই থাকছেন।
মার্কিন কোম্পানী ফাইজার ও জার্মানীর বায়োটেক যৌথভাবে যে টিকা নিয়ে কাজ করছে তা সংক্রমণ রোধে ৯০ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে এ ঘোষণার কিছু পরেই বাইডেন তার বক্তব্য রাখেন।
নবনির্বাচিত বাইডেন এ ঘোষণার প্রশংসা করেন। কিন্তু একইসঙ্গে বলেন, ভাইরাস প্রতিরোধে সবচেয়ে কার্যকর অস্ত্র মাস্ক। আজকের এই খবর জরুরি বাস্তবতাকে পাল্টে দেবে না।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রতি ২৪ ঘন্টায় এক লাখেরও বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচেছ বলে জন্স হপকিন্স ইউনিভার্সিটি থেকে বলা হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। মারা গেছে এ পর্যন্ত ২ লাখ ৩৭ হাজার লোক।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

১৪ সেপ্টেম্বর ছাত্র-অভ্যুত্থানে শহীদদের স্মরণ সভাঃ সালেহউদ্দিন

সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের শহিদদের অবদান স্মরণে সরকার ১৪ সেপ্টেম্বর রাজধানীতে একটি স্মরণ সভা করতে যাচ্ছে।আজ সচিবালয়ে অর্থ বিভাগের সম্মেলন কক্ষে...

কাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, জুম চাষে আগুন লাগলে যেমন এর আশেপাশের সবকিছুই পুড়ে ছাড়খার হয়ে যায়- ঠিক তেমনি...

অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ও পলিপ্রপিলিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধঃ পরিবেশ উপদেষ্টা

আগামী ১ অক্টোবর থেকে সুপারশপে কোনো পলিথিন শপিং ব্যাগ ও পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালিন সরকারের পরিবেশ, বন ও...

বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে কাউকে পিছিয়ে রাখা হবে নাঃ পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, সবাইকে আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তিনি আশ্বস্ত করে বলেন, বৈষম্যমুক্ত পার্বত্য চট্টগ্রাম গড়তে...

Recent Comments