বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম সারা বাংলামানিকছড়িতে সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

মানিকছড়িতে সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজ মানিকছড়ি উপজেলার “দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রধান কার্যালয় হলরুমে মানিকছড়ি উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং খাগড়াছড়ি জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে মানিকছড়ি উপজেলাধীন সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।

সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মানিকছড়িতে সমবায় সমিতির সদস্যদের নিয়ে এক দিনের ভ্রাম্যমান প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মুহাম্মদ মুজিব-উর-রহমান খাঁন, উপজেলা সমবায় অফিসার সংগীতা ভৌমিক’র সভাপতিত্বে এবং খাগড়াছড়ি জেলা সমবায় অফিসের প্রশিক্ষক মো. বেলাল হোসাইনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সুইচিংপ্রু মারমা।

উপস্থিত ছিলেন দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কংজাই মারমা, মানিকছড়ি উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক তন্ময় মল্ল, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক এম. জুলফিকার আলী ভুট্টো, দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সহ-সভাপতি আম্যে মগ, সাধারণ সম্পাদক উহলাপ্রু মারমা, মানিকছড়ি উপজেলা বাঁশ ও কাঠ লোড ও আনলোড শ্রমিক কল্যাণ সমিতির সম্পাদক মো. সিরাজুল ইসলাম, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সম্পাদক মংপাইপ্রু মারমা।

মানিকছড়ি উপজেলার সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত দি মারমা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, অগ্রণী যুব বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, গৌতমী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড, মানিকছড়ি উপজেলা বাঁশ ও কাঠ লোড ও আনলোড শ্রমিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড মোট ৫ টি সমবায় সমিতির ২৫ জন সদস্য সদস্যা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

এম. জুলফিকার আলী ভুট্টো / খাগড়াছড়ি

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments