নিজস্ব প্রতিবেদকঃ মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে আজ বুধবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতৃবৃন্দ বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ এবং সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি টিম শহীদ বেদীতে শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে নতুন দেশ হিসেবে বাংলাদেশের পথচলা শুরু হয়। বিজয়ের ৪৯ তম বছর পার করে ৫০-শে পৌছাঁলো দেশ, সেই সঙ্গে এবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনও চলছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতা অর্জনের কথাও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাহমুদুল আলম টিটু, কেন্দ্রীয় নেতা মো. হানিফ, ঢাকা মহানগর উত্তরের সদস্য মো.শিপন তালুকদার, ঢাকা মহানগর পশ্চিম এর সভাপতি ও কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, ঢাকা বিভাগের সহ-সভাপতি ওমর ফারুক, ঢাকা জেলা উত্তরের সভাপতি মো. সিরাজুল ইসলাম, ঢাকা জেলা দক্ষিণের আহবায়ক মো. কবির হোসেন, ঢাকা জেলা উত্তরের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন আলম কছিম, ঢাকা জেলা দক্ষিণের যুগ্ম আহবায়ক মো. ইমারত ঢালী, ঢাকা বিভাগীয় কমিটির মহিলা সম্পাদক পারুল আক্তার, সাভার পৌর কমিটির সভাপতি সবুজ চৌধুরী, সাভার পৌর কমিটির সাধারণ সম্পাদক শাকিল, সাভার পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মো. জুলহাস শিকদারসহ প্রমুখ নেতৃবৃন্দ।