আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে, সরকার ফাইজারের ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করার অনুমোদনের মধ্যে তারা মডেরনার উদ্ভাবিত ভ্যাকসিনের আরও ১০০ মিলিয়ন ডোজ ক্রয় করছে।
চুক্তি অনুযায়ি যুক্তরাষ্ট্র মডেরনার ২০০ মিলিয়ন ভ্যাকসিন কিনেছে ,যা ১০০ মিলিয়ন লোকের দুইটি করে ডোজ দেয়ার জন্য যথেষ্ট।
মার্কিন স্বাস্থ্য ও মানব সেবামন্ত্রী অ্যালেক্স আজার বলেছেন, সরবরাহ বৃদ্ধি ও ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদারে ২০২১ সালের জুন নাগাদ মডেরনার আরো ১০০ মিলিয়ন ডোজ ক্রয় করা করা হবে।
ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ’র (এআইএইচ) সঙ্গে যৌথভাবে উদ্ভাবিত এমআরএনএ-১২৭৩ ভ্যাকসিন কার্যক্রমে যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় বরাদ্দ দাঁড়িয়েছে ৪.১ বিলিয়ন মার্কিন ডলার। এ ছাড়া নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটির অনুমোদনের পরে ফাইজারের দ্বি-ডোজ পদ্ধতির ভ্যাকসিন প্রয়োগের জরুরি পদক্ষেপ নেয়া হচ্ছে।