বুধবার, মার্চ ১৯, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক ভোট প্রক্রিয়ায় জালিয়াতির 'কোন প্রমাণ নেই': মার্কিন নির্বাচন কর্মকর্তাবৃন্দ

ভোট প্রক্রিয়ায় জালিয়াতির ‘কোন প্রমাণ নেই’: মার্কিন নির্বাচন কর্মকর্তাবৃন্দ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সিনিয়র ফেডারেল এবং রাজ্য নির্বাচন কর্মকর্তারা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হারানোর বা পরিবর্তন করার বা ভোট প্রক্রিয়ায় জালিয়াতির ‘কোন প্রমাণ নেই।’ খবর এএফপি’র।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানদের দাবি জালিয়াতি এবং ব্যালট হারিয়ে যাওয়ার কারণেই গত সপ্তাহের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে তিনি পরাজিত হয়েছেন। অবশ্য দেশব্যাপী নির্বাচন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা তাদের এমন কথা প্রত্যাখান করেন।
তারা এক বিবৃতিতে বলেন, ‘আমেরিকার ইতিহাসে ৩ নভেম্বরের নির্বাচন সবচেয়ে নিরাপদ ছিল।’
তারা বলেন, ‘ভোট প্রক্রিয়ায় জালিয়াতি হওয়ার বা ভোট হারানোর, ভোট পরিবর্তন করার বা কোন আপোস করার প্রমাণ নেই।’
‘আমরা জানি এ নির্বাচনে যুক্তিহীন অনেক দাবি করা হচ্ছে এবং আমাদের নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে ভূল তথ্যের অবকাশ থাকলেও আমারা আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমাদের নির্বাচনের নিরাপত্তা ও সততার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ আস্থা রয়েছে এবং আপনারাও এক্ষেত্রে আস্থা রাখতে পারেন।
ইলেকশন ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট কো-অর্ডিনেটিং কাউন্সিল, সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি (এজেন্সি) এ বিবৃতি দিয়েছে।
ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্টেট ইলেকশন ডিরেক্টর্স ও ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সিক্রেটারিজ অব স্টেটের প্রধানরা এবং ইউএস ইলেকশন অ্যাসিস্টেন্স কমিশনের চেয়ারম্যান এ বিবৃতিতে স্বাক্ষর করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments