সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয় ভাস্কর্য, মূর্তি এক নয়ঃ হাক্কানী ইসলামিক আলেম নেতৃবৃন্দ

ভাস্কর্য, মূর্তি এক নয়ঃ হাক্কানী ইসলামিক আলেম নেতৃবৃন্দ

গ্রামীণ কৃষি ডেস্কঃ হাক্কানী আলেম সম্প্রদায়ের নেতৃবৃন্দ আজ বলেছেন, ভাস্কর্যকে মূর্তি বলে আখ্যায়িত করে মানুষের মধ্যে উস্কানিমূলক বক্তব্য ছডড়িয়ে দেওয়া ঠিক নয়। কারণ, ভাস্কর্য মানুষের একটি প্রাচীন শিল্প রূপ এবং মূর্তি পূজার জন্য তৈরি করা হয়।
জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতি পড়ার সময় হাক্কানি আলেম মো. ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী বলেন, ধর্মীয় কর্মকান্ড ছাড়াও প্রতিটি জাতির নিজস্ব সংস্কৃতি আছে এবং এমনকি আরবদেরও নিজস্ব সংস্কৃতি আছে। একইভাবে, বাঙ্গালী জাতি হিসেবে আমাদের নিজস্ব সংস্কৃতি এবং ভাস্কর্য শিল্প, সংস্কৃতি, ইতিহাস এবং ঐতিহ্যের অংশ হিসেবে নির্মিত হচ্ছে।
বিবৃতিতে তিনি বলেন, বছর পর বছর ধরে বাংলাদেশে জিয়াউর রহমানসহ বহু ভাস্কর্য রয়েছে, কিন্তু ভাস্কর্যগুলো অপসারণ বা ভেঙ্গে ফেলার জন্য কেউ কথা বলেনি। এখন, কিছু মানুষ হঠাৎ করে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।
যারা এখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ফতোয়া (ইসলামিক হুকুম) দিচ্ছেন তারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের নাস্তিক ও কাফের বলে অভিহিত করেছিল।
বিবৃতিতে আরও বরা হয়, এই ব্যক্তিরা একবার টেলিভিশন দেখা এবং ইংরেজি শেখার বিরুদ্ধেও ফতোয়া দিয়েছিলেন কিন্তু পরে এগুলো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বৈধ হিসাবে প্রমাণিত হয়েছিল।
হাক্কানী আলেম সম্প্রদায় জনগণের ধর্মীয় অনুভূতি ব্যবহার করে যারা দেশে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের উস্কানিমূলক বক্তৃতা দ্বারা জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।
সংবাদ সম্মেলনে মো. ইমরান হোসেন, মো. হাফিজুল হক, মো. লোকমান হোসেন সাইফী ও সোলায়মান বিন কাশেমী প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments