গ্রামীণ কৃষি ডেস্কঃ অগ্রণী ব্যাংক লিমিটেড চট্রগ্রাম কেন্দ্রীয় অঞ্চলাধীন ২২ টি শাখার শাখা প্রধান ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক পর্যালোচনা সভা ও শাখা ব্যবস্থাপক সম্মেলন (৯ নভেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
কোভিড-১৯ এর ক্ষতি কাটিয়ে ব্যাংকের আসন্ন ডিসেম্বর বার্ষিক সমাপনীতে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মহোদয়ের দিক-নির্দেশনা অনুযায়ী ব্যবসায়িক সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে এ পর্যালোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুসঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সম্মেলনটি উদ্বোধনসহ সার্বিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন চট্রগ্রাম সার্কেলের মাননীয় মহাব্যবস্থাপক মোঃ সামসুল হক। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও উপমহাব্যবস্থাপক মোঃ সামিউল হুদা। – বিজ্ঞপ্তি