মোঃ হানিফঃ আজ রাতে বৈশাখী টিভির ব্যবস্হাপক শাহাদাত হোসেন সবুজ এর সাথে বৈশাখী টিভি’র কার্যালয়ে মতবিনিময়ে মিলিত হন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় এর পর নেতৃবৃন্দ তাঁকে সংগঠন এর বিশেষ প্রকাশনা প্রদান করেন।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন সংগঠন এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক এবং আমরা পল্লবী বাসী সংগঠন এর সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ, সংগঠন এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক এস এম আশরাফুল আলম, সংগঠন এর কেন্দ্রীয় নেতা শেখ জামাল উদ্দিন, মো. হানিফ, গিলবার্ট শিশির গমেজ।
এ সময় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অবাধ তথ্য প্রবাহের সুবর্ণ সময় অতিবাহিত করছে। মুজিববর্ষের প্রতিটি অনুষ্ঠান সম্প্রচারে সচেষ্ট থেকে জাতিকে বিশেষ করে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে পরিপূর্ণভাবে জানার সুযোগ করে দিতে বৈশাখী টিভির প্রতি তিনি আহ্বান জানান।
সংগঠন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ বলেন, আমাদের উন্নয়নের ধারা গতিশীল রাখতে গণমাধ্যমের ব্যাপক অবদান রয়েছে। সংবাদ প্রকাশে নৈতিকতা বজায় রাখতে হবে। একই সঙ্গে দেশের স্বার্থও বিবেচনায় নিতে হবে। প্রতিটি সংবাদ যাচাই বাছাই পূর্বক প্রকাশ করতে হবে। নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও সময়োপযোগিতার কথা মাথায় রাখতে হবে। এমন কোনো সংবাদ পরিবেশন করা উচিত হবে না যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়।