সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলংকার প্রথম ওয়ানডে

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলংকার প্রথম ওয়ানডে

বৃষ্টিতে পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলংকা নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
আজ কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে স্বাগতিক শ্রীলংকা। ৩৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫২ রান করে শ্রীলংকা। এরপর বৃষ্টিতে বন্ধ হয় খেলা। বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত  ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। এতে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ ও শ্রীলংকা।
সিরিজটি উইমেন’স চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় নিজেদের দ্বিতীয় দ্বিপাক্ষীক সিরিজের প্রথম ওয়ানডে থেকে ১ পয়েন্ট পেল বাংলাদেশ। ফলে ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমস্থানে থাকলো বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম সিরিজের শেষ দুই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ২ পয়েন্ট পেয়েছিলো বাংলাদেশ। ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে শ্রীলংকা।
বৃষ্টিতে ম্যাচটি ভেস্তে যাবার আগে বাংলাদেশের পক্ষে সফল বোলার ছিলেন বাঁ-হাতি স্পিনার নাহিদা আকতার। ৭ ওভার বল করে ২৪ রানে ৩ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট নিয়েছেন জাহানারা আলম, সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন।
আগামী ২ মে একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ নারী দল।
ওয়ানডের পর ৯ মে শুরু হবে   তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চরঈশ্বর সবজি বাজার

ভোরের আলো ফোটার আগেই ক্রেতা-বিক্রেতার হাঁক-ডাকে সরগরম হয়ে উঠে হাতিয়ার চর ঈশ্বর ইউনিয়নের নিরাপদ সবজি বাজার। কৃষকদের পরম যত্নে আবাদ করা সবজি বিক্রি হয়...

আগামী নির্বাচনকে এযাবৎকালের সেরা ও ঐতিহাসিক করতে চাইঃ প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের আগামী নির্বাচনকে সরকার এযাবৎকালের সেরা করার পরিকল্পনা করছে, যাতে এটি গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত...

পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের কাজ যেন দৃশ্যমান হয় ইউএনডিপি নতুন প্রকল্প বাস্তবায়নে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র পরামর্শ

ইকোসিস্টেম, প্রকৃতি ও পরিবেশ সবকিছুর অবস্থান যা যেখানে আছে তা ঠিক রেখে পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন করতে হবে। পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের...

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৫ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সৌদি আরবের জেদ্দায় স্থানীয় সময় সকাল ১০টায় এই দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে।

Recent Comments