বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের দাফন পারিবারিক গোরস্থানে সম্পন্ন হয়েছে।
আজ বাদ আসর আকুয়া মড়লবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ২য় জানাজার শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
এ সময় সাজ্জাদুল হাসান এমপি, সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, দলীয় নেতা-কর্মী, আত্মীয়-স্বজনসহ তাঁর অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। গত সোমবার বাদ আছর ময়মনসিংহ আঞ্জুমান ঈদগাহ ময়দানে ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মতিউর রহমান গত রোববার শহরের নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।