বুধবার, এপ্রিল ২৩, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগরমহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ করেছে

মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে সমাবেশ করেছে

গ্রামীণ কৃষি ডেস্কঃ স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত কর্তৃক ঢাকা মহানগরীর ৬টি স্থানে বাসে অগ্নিসংযোগ, নৈরাজ্য ও ভাংচুরের প্রতিবাদে সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে প্রতিবাদ সমাবেশ ও আশে পাশের এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ২৩ বঙ্গবন্ধু এভিনিউ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন রাস্তা হয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট হয়ে জিরো পয়েন্টে হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির।
সমাবেশে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, কাজী মোর্শেদ কামাল, মোঃ আখতার হোসেন, মোঃ মিরাজ হোসেন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, গোলাম সারোয়ার কবির প্রমুখ।
সমাবেশে আবু আহমেদ মন্নাফী বলেন, আমরা শান্তি প্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ সন্ত্রাস, অগ্নি সংযোগ পছন্দ করেন না। বিএনপি যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথে বিএনপিকে দাঁত ভাঙা জবাব দেবো।
হুমায়ুন কবির বলেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নীল নকশার অংশ হিসেবে একটা সন্ত্রাসীকে প্রার্থী করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। বিএনপির এই নীল নকশা আমরা বাস্তবায়ন হতে দেবোনা।
এদিকে স্বাধীনতা বিরোধী অপশক্তি বিএনপি-জামাত কর্তৃক ঢাকা মহানগরীর ৬টি স্থানে বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে তাৎক্ষনিক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments