নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ বিকেলে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মহান জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার, শরীয়তপুর-২ আসন থেকে ৬ বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলী’র প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা এবং আমরা পল্লবী বাসী সংগঠন এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ আলম, কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম,কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য কৃষিবিদ হাসান রুহি।