বুধবার, মার্চ ১৯, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষি বাসক ও কিছু কথা

বাসক ও কিছু কথা

এস এম আশরাফুল আলম

বাসক গুল্ম জাতীয় উদ্ভিদের মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই আমাদের দেশে ভেষজ উদ্ভিদ হিসেবে বাসক পরিচিত। বৈজ্ঞানিক নাম-Adhatoda zeylanica (ACANTHACEAE) Malabar nut রাজনি ঘন্টুকাররা বাসক’কে বহু নামে বিভূষিত করেছেন যেমন- সিংহমুখী, ভিষঙ্মতা, বসাদনী, কন্ঠীরবী, বৃষ, শিতপর্ণী, বাজিদন্তা, পঞ্চমূখী, মৃগেন্দ্রানী ইত্যাদি।

প্রাচ্য ও প্রাতীচ্য উভয় মহাদেশেই এর বেশ নাম ডাক রয়েছে। কবিরাজের নথিপত্রে কটুতিক্তরস, শীতবীর্য, কামনানাশক এবং রক্তপিত্তনাশক জ্বর, শ্বাস ও ক্ষয়কাসনাশক। নব্যের সমীক্ষায় দেখা যায় বাসকের পাতায় আছে কুইনাজোলিম অ্যালকালয়েড্‌স, ভ্যাসিকোলিন, এসোটডিন, ভিটামিন সি। এইসব রাসায়নিক পদার্থের জন্য শ্বাসনালি সংক্রান্ত রোগে বাসকের পাতার রস বিশেষ উপকারী।

এই গুল্ম জাতীয় উদ্ভিদটি চার থেকে আট ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে। এর পরিবারের অন্যদের মতো ফুল ফুটে থাকে থরে থরে পুষ্প-স্তবকের মধ্যে। ফুলের রঙ সাদা হলেও গোলাপি শিরার ছাপ আছে। ভারত-বাংলা উপমহাদেশের প্রায় সর্বত্রই বাসকের দেখা মেলে। তবে বাংলাদেশের বাড়ির ভিটায়, ছায়াছন্ন জায়গাতেই অনেক বেশি এই গাছ দেখা যায়। অনেক সময় বাসক গাছের সারি বাড়ির বেড়া হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments