রাজবাড়ী প্রতিনিধিঃ শুক্রবার (১৬ অক্টোবর) রাজবাড়ী জেলার বালিয়াকান্দি ব্লাড ডোনার্স এ্যাসোসিয়েশন বাওনারা বাজারে ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পিং ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ন সচিব মো. গোলাম রহমান মিঞা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এম এ হান্নান, ইসলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বসির আহম্মেদ মিনু, সাধারণ সম্পাদক মোঃ ফারুক মন্ডল, বাওনারা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ রফিকুজ্জাম বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান সুমন, ব্লাড ডোনার্স ক্লাব এর প্রতিষ্ঠাতা সৃতি আক্তার,মোঃ পাভেল রহমান, এস এম খাইরুল ইসলাম, শাকিল আহমেদ ও প্রতিষ্ঠাতা সদস্য রাজিব হোসেন নিরব,মতিউর রহমান,রাজিব মাহমুদ আশিক শারমিন, কথা খান,নদিয়া ,সাগর, আলহাজ্ব, আলিকনুর,ইবনে রনি।