বুধবার, মার্চ ২৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা বাবা মায়ের সমাধির পাশে সমাহিত হলেন ফুটবল ঈশ্বর কিংবদন্তী ম্যারাডোনা

বাবা মায়ের সমাধির পাশে সমাহিত হলেন ফুটবল ঈশ্বর কিংবদন্তী ম্যারাডোনা

ক্রীড়া ডেস্কঃ একান্তভাবেই পারিবারিক আয়োজনের মধ্যমে অন্ত্যেস্টি ক্রিয়া শেষে বৃহস্পতিবার সমাহিত করা হয়েছে আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার দিয়াগো আরমান্দো ম্যারডোনাকে। পরিবারের সদস্যদের উপস্থিতিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উপকন্ঠে বেলা ভিস্তায় বাবা মায়ের সমাধির পাশে সমাহিত করা হয় ফুটবল ঈশ্বরকে।
দিনের আলো নিভে যাবার মুহুর্তে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের উপস্থিতিতে সাদামাটা এক ধর্মীয় অনুষ্ঠানের পর ম্যারাডোনাকে শায়িত করার দৃশ্য দেখা যায় টেলিভিশনে। এর আগে হাজারো মানুষের ঢল ছিলো রাষ্ট্রপতির বাসভবন ক্যাসা রোসাদায়। শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ সহ আর্জেন্টিনার সর্বস্তরের জনগন।
প্রেসিডেন্ট না হয়েও, কাসা রোসাদার দরজা তার জন্য এভাবে খুলে দেয়া হয়। সেখানে বিশ্ব ফুটবলের কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে ছুটে আসে লাখো জনতা। জনতার এই শ্রোত ছিল শেষকৃত্যের আগমুহুর্ত পর্যন্ত। মহানায়কের চিরবিদায়ে তিনদিনের রাষ্ট্রীয় শোক চলছে আর্জেন্টিনায়।
মোটর শোভা যাত্রায় সমাধিস্থানে নেয়ার সময় দেশের পতাকার সঙ্গে প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সের পতাকায় মোড়ানো ছিল ম্যারাডোনার কফিন। ক্লাবটির স্টেডিয়ামে একটি বাতি জ্বালিয়ে রাখা হয় রাতভর।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামের গোলমুখে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্থানীয় ভক্তরা। এই পোস্টেই ছিলো ম্যারাডোনার ঈশ^রের হাত দিয়ে (হ্যান্ড অফ গড) করা শতাব্দীসেরা গোলটি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments