বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জবান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব শুরু

বান্দরবানে মারমা সম্প্রদায়ের মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উৎসব শুরু

উৎসবমুখর পরিবেশে বান্দরবানে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’। যা মারমা সম্প্রদায়ের কাছে পরিচিত মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ নামে।

ধর্মীয় ও সামাজিক এই উৎসবকে ঘিরে পার্বত্য জেলা জুড়ে এখন আনন্দ-উচ্ছ্বাসের হাওয়া বইছে। এ উপলক্ষে আজ সকালে নারী-পুরুষ, দায়ক-দায়িকারা মোমবাতি ও ধূপকাঠি প্রজ্বলন করে ভিক্ষুদের  ছোয়াইং অর্থাৎ বিভিন্ন রকম খাবার প্রদান করেছেন। 

পূর্ণিমা উপলক্ষে আজ সকাল থেকেই বান্দরবানের জেলা উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে চলছে ধর্মীয় দেশনা, অর্থ ও অন্নদান, ফুল পূজা ইত্যাদি। আর উপাসক-উপাসিকারা গ্রহণ করছেন অষ্টশীল। বিহারে বিহারে অনুষ্ঠিত হচ্ছে জগতের সকল প্রাণীর মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। 

আজ সন্ধ্যায় পুরাতন রাজবাড়ী থেকে রথ টেনে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেওয়া হবে রাজগুরু বৌদ্ধ বিহার ও উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারে। 

রাতে আকাশে ওড়ানো হবে ফানুস। ঘরে ঘরে পিঠা উৎসবসহ নানা আয়োজন শেষে আগামীকাল (৭ অক্টোবর) রাতে সাংগু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ সম্প্রদায়ের এই প্রবারণা উৎসব।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments