আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং তাকে মেডিকেল বুট পরিধান করতে হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি তার পোষা কুকুরের সাথে খেলা করার সময় পড়ে যাওয়ার কারণে ৭৮ বছর বয়সী এ মার্কিন নেতাকে চিকিৎসকের কাছে নেয়ার পর রোববার তার টিম একথা জানিয়েছে। খবর এএফপি’র
বাইডেনের দুই জার্মান শেপার্ডের একটি মেজরের সাথে শনিবার খেলা করার সময় তিনি পায়ে আঘাত পান। আসন্ন জানুয়ারিতে শপথ গ্রহণের মধ্যদিয়ে তিনি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন।
যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত এ প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক কেভিন ও’কন্নর প্রাথমিকভাবে জানান, এক্স-রে’তে কোন ‘সুস্পষ্ট ফাটল’ দেখা যায়নি। তবে তিনি আরো জানান, এখন সিটি স্ক্যান করা হবে।
এর পরপরই বাইডেনের দপ্তরের দেয়া এক বিবৃতিতে ও’কন্নর বলেন, ওই সিটি স্ক্যানে পায়ের মাঝামাঝি জায়গায় চুলের রেখার মতো (ছোট) ফাটল দেখা যাচ্ছে।
তিনি আরো জানান, ৩ নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়লাভ করা যুক্তরাষ্ট্রের সাবেক এ ভাইস প্রেসিডেন্টকে কয়েক সপ্তাহ ওয়াকিং বুট পরিধান করার প্রয়োজন হতে পারে।