নিজস্ব প্রতিবেদক
আজ রাতে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর নির্বাচিত কাউন্সিলর শ্রদ্ধেয় জনাব শিখা চক্রবর্তী আপার সাথে সাংগঠনিক মতবিনিময় করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
মতবিনিময় এর পর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় জনাব শিখা চক্রবর্তী আপাকে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর বিশেষ প্রকাশনা প্রদান করেন।
মতবিনিময়ে কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা (২০১২—২০১৯) বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা মো. হানিফ উপস্হিত ছিলেন।