নিজস্ব প্রতিবেদকঃ আজ রোববার (৬ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ বেতারের নবনিযুক্ত অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) মো. সালাহউদ্দিন আহমেদ মহোদয়ের সাথে মতবিনিময় ও ফুলের শুভেচছা প্রদান করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ বেতার প্রাতিষ্ঠানিক কমিটি।
মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ, সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম,
সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময়ের আলো পত্রিকার প্রকাশক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ, কেন্দ্রীয় সদস্য মো.মইনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা হেলাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা মো.হানিফ।
বাংলাদেশ বেতারের নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মো.শাহাবুদ্দীন, মো.শাহবুদ্দীন সাবু, মো. সাদিক হোসেন, মো. মিজানুর রহমান জুয়েল সহ প্রমুখ নেতৃবৃন্দ।