নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৪ জানুয়ারি ২০২১ রবিবার বিকেলে বাংলাদেশ বেতারের নতুন মহাপরিচালক প্রকৌশলী আহম্মাদ কামরুজ্জামান মহোদয়ের সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচছা জানায় বঙ্গবন্ধু পেশাজীবী লীগ বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক কমিটি।
মতবিনিময় ও ফুলেল শুভেচছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কমিটির সন্মানিত সদস্য হেলাল উদ্দিন আহমেদ, মো. মইনুল ইসলাম ও বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক কমিটির আহবায়ক, সদস্য সচিব, যুগ্ম আহবায়কসহ আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা সরকার মো. আবুল কালাম আজাদ ডিজি মহোদয়ের সাথে পেশাজীবীদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ বেতার প্রাতিষ্ঠানিক কমিটির সন্মানিত আহবায়ক ও সদস্য সচিবকে পরিচয় করিয়ে দেন।