নগর সংবাদদাতাঃ বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মাসিক অগ্নিবার্তা পত্রিকা কার্যালয়ে মানবাধিকার কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্বদের মাঝে উন্নত জাতের সবজি বীজ রোববার সন্ধ্যায় বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন’র (BPF) কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
এই সময় গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ, মো. শাফিউর রহমান কাজী, তানিয়া সুলতানা, মো. ঝন্টু বাবুলসহ আরও অনেকে।
রাজধানীতে ছাদ কৃষি সম্প্রসারণ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ পেশাজীবী ফেডারেশন (BPF) বিনামূল্যে এসব উন্নত জাতের সবজি বীজ বিতরণ করছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচি আগামী অক্টোবর ২০২৫ পর্যন্ত চলমান থাকবে।