নগর প্রতিনিধিঃ রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন এর নেতৃত্বে ঢাকার গুলশান-২ এলাকার কনকর্ড বিলকিস টাওয়ারে অবস্হিত “TONY ROMA’S” রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে রেস্টুরেন্টের রান্নাঘর ও স্টোররুম থেকে লেবেলবিহীন Liquid smoke, Pineapple জুস, বিফ পেটি ও মাশরুম এবং মিথ্যা লেবেল যুক্ত ভিনেগার ও পাস্তা উদ্ধার করা হয়। অভিযানকালে এক ড্রাম পোড়া তেলও জব্দ করা হয়। সার্বিক বিবেচনায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদন্ড প্রদান ও তৎক্ষণাৎ আদায় করা হয়। উদ্ধারকৃত খাদ্যদ্রব্য মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচিত হওয়ায় সকলের সম্মুখে বিনষ্ট করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান সিকদার ও ব্যাটালিয়ন আনসারের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।