বুধবার, নভেম্বর ৬, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক মোহাম্মদ ইয়াছিনকে সম্মাননা দিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত

মোহাম্মদ ইয়াছিনকে সম্মাননা দিলেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্কঃ কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন আজ সকালে বাংলাদেশ দূতাবাসে মোহাম্মদ ইয়াছিনকে তাঁর দৃষ্টান্তমূলক ভালো কাজের জন্য দূতাবাসের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মান জানান। সম্প্রতি, বাংলাদেশী নাগরিক মোহাম্মদ ইয়াছিন কাতারের রাস্তায় অসহায় একজন ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা করে কাতারের সর্বমহলে প্রশংসিত হন। হুইল চেয়ারে বসা ভদ্রলোক যখন ব্যস্ত রাস্তা পার হতে পারছিলেন না তখন মোহাম্মদ ইয়াছিন তাঁর বাইক থামিয়ে নিজে হুইল চেয়ার ঠেলে অসহায় ব্যক্তিটিকে নিরাপদে রাস্তা পার করে দেন। এই দৃশ্যটি এক পথচারী তাঁর ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে বিষয়টি ভাইরাল হয়ে যায়। কাতার কর্তৃপক্ষ মোহাম্মদ ইয়াছিনকে তাঁর কর্তব্যপরায়ণতা ও মানবিকতাবোধের জন্য পুরস্কৃত করে।রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎকালে মোহাম্মদ ইয়াসিন জানান, মানুষ হিসেবে দায়িত্ব বোধের জায়গা থেকে তিনি অসহায় লোকটিকে সহায়তা করেছেন; তিনি কোন পুরস্কার বা স্বীকৃতির আশায় এ কাজটি করেননি। তিনি আরো জানান, পারিবারিক পরিমন্ডলে বাবা-মার কাছ থেকেই তিনি এ শিক্ষা পেয়েছেন।রাষ্ট্রদূত মো: জসীম উদ্দিন, মোহাম্মদ ইয়াছিনের দৃষ্টান্ত অনুসরণ করে ভালো কাজের মাধ্যমে কাতারে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার জন্য প্রবাসী বাংলাদেশীদের উদাত্ত আহবান জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে নাঃ স্বরাষ্ট্র উপদেষ্টা

কোন অপরাধীকেই ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, ‘চাঁদাবাজি...

পার্বত্য উপদেষ্টার সাথে অস্ট্রেলিয়ান হাইকমিশন প্রতিনিধি দলের সাক্ষাৎ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, রাষ্ট্রদূত (অব.) জনাব সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম এখন বাংলাদেশের আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত। তিনি বলেন, পার্বত্য...

গুইমারায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের মাঝে পোনা মাছ বিতরণ

এম. জুলফিকার আলী ভূট্টোঃ সোমবার (৪ নভেম্বর) সকাল ১০ টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ২০২৪-২০২৫...

নাটোরে কৃষকদের মধ্যে ধান বীজ প্রদান

জিংকসমৃদ্ধ ধান চাষের প্রসার ঘটাতে নাটোর সদর উপজেলার এক হাজার ৮০০জন কৃষককে বিনামূল্যে ধানের বীজ প্রদান করা হচ্ছে। আজ রোববার বেলা ১২টায় নাটোর...

Recent Comments