পর্তুগালের প্রবাসী সংগঠন বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো-এর প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহ আলম কাজল এবং সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম পুনরায় নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
নেতৃত্বে পুনর্নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন যে, তাদের অভিজ্ঞতা ও যোগ্য নেতৃত্বে বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো আরও শক্তিশালী হয়ে উঠবে। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও স্বার্থ রক্ষায় সংগঠনটি আরও কার্যকর ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।