গ্লোব বায়োটেক লিমিটেড দেশীয় প্রতিষ্ঠান ভ্যাকসিন আবিস্কারের ঘোষণা দিয়েছিলো আগেই। ভ্যাকসিনের অগ্রগতি সম্পর্কে জানা যায়নি অনেকদিন। ভ্যাকসিন কবে নাগাদ বাজারে আসতে পারে কিংবা কোন পর্যায়ের ট্রায়ালে রয়েছে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি থেকে কিছুই জানা যায়নি এতোদিন। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে রিসার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান (গ্লোব বায়োটেক) ড. আসিফ মাহমুদ সাক্ষাৎকারে জানান, ডিসেম্বর নাগাদ ভ্যাকসিন বাজারজাতকরণের আশা প্রকাশ করেন।
গ্লোব বায়োটেক দেশীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান।
মাহমুদ বলেন, ‘আমরা এখনও অ্যানিমেল ট্রায়ালে রয়েছি, সেটা এখনও শেষ হয়নি। অ্যানিমেল ট্রায়াল শেষ করে সেপ্টেম্বরের মধ্যে হিউম্যান ট্রায়ালের (মানুষের মধ্যে প্রয়োগ) জন্য আবেদন করব। হিউম্যান ট্রায়ালের তিন ধাপ শেষ করে ডিসেম্বর নাগাদ বাজারে আসবে ভ্যাকসিন’
ভ্যাকসিন নিয়ে গ্লোবের সক্ষমতা প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বে এখন অনেকেই ভ্যাকসিনের জন্য চেষ্টা করছে। রাশিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছে। বাংলাদেশে ভ্যাকসিন নিয়ে কেউ কাজ করছে এমনটা আমার জানা নেই। তাই দেশে কেউ যদি পারে তাহলে আমরাই পারব। কারণ, কাজটা তো শুরু করেছি আমরা। গ্লোব এতদূর এসেছে থেমে যাওয়ার জন্য নয়। অবশ্যই এর শেষ দেখতে চাই আমরা। আমার মনে হয়, কেউ যদি পারে বাংলাদেশে গ্লোবই পারবে।