নগর প্রতিনিধি
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে ঢাকা মহানগর উত্তর বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কর্তৃক ঢাকা মহানগরীর মিরপুর ১২ নাম্বার সি-ব্লক এলাকায় ৪৫ তম জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা, দোয়া এবং পেশাজীবীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য মাস্ক বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি হাজ্বী তারিকুল ইসলাম তরু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সি. সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা মীর আলাউদ্দিন বাপ্পী। বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম সরকার এর পরিচালনায় শোক সভায় কেন্দ্রীয়, ঢাকা বিভাগ এবং ঢাকা মহানগর (উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম) এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।