মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম রাজনীতি বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা...

বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

স্পেশাল করসপন্ডেন্টঃ আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জেলহত্যা দিবস ২০২০ উপলক্ষে ঢাকা মহানগরীতে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নেপালের সাবেক রাষ্ট্রদূত ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক।

আলোচনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমেদ পলাশ। প্রধান আলোচক ছিলেন মাননীয় ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট এস এম নজরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শাহনাজ সরদার, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড এর রেজিষ্ট্রার ও সচিব ডাঃ মো. জাহাঙ্গীর আলম, জাতীয় গণতান্ত্রিক লীগ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ জলিল, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এাণ সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু।

ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক এবং বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) আলতাফ মাহমুদ, বাংলাদেশ কৃষক লীগের পানি, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল রাশেদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিডারশীপ এ্যাওয়ার্ড প্রাপ্ত সাবেক ছাত্রলীগ নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা মো. মফিজুল ইসলাম, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রকাশক প্রকৌশলী গাজী আহমেদ উল্লাহ, ঢাকা বিভাগ শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল ইসলাম, অগ্নিবার্তা পত্রিকার সম্পাদক গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সহ-সভাপতি ফিরোজ আক্তার।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম।

সভায় সংগঠন এর কেন্দ্রীয়, ঢাকা বিভাগ, চট্রগ্রাম বিভাগ, ঢাকা মহানগর ( উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম) , ঢাকা জেলা (উত্তর ও দক্ষিণ) এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সাতক্ষীরা, চাঁদপুর জেলা ও দিনাজপুর জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সংগঠন এর ঢাকা মহানগর উত্তরের ধর্ম সম্পাদক হাফেজ মাও. আমির হোসেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments