গ্রামীণ কৃষি ডেস্কঃ
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বি এম রফিকুল ইসলাম’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মো. আবুল কালাম আজাদ, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ এবং কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক ও গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম।
বি এম রফিকুল ইসলাম (ডিপিডিসি, আজিমপুর, ঢাকায় কর্মরত ছিলেন) তিনি মহামারী করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘ ১২ দিন আইসিইউ’তে থেকে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না-লিল্লাহে ———–রাজেউন)। আল্লাহ রাব্বুল আলামিন তাঁকে মাফ করুন ও জান্নাতুল ফেরদৌস দান করুন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সরকার মো. আবুল কালাম আজাদ বলেন, তিনি পেশাজীবীদের নেতৃত্ব দিয়েছেন। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ও একই সাথে সদালাপী মানুষ ছিলেন।’
বি এম রফিকুল ইসলাম’র বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। -বিজ্ঞপ্তি