- নিজস্ব প্রতিবেদক
রবিবার বিকেলে, ৪৫ তম জাতীয় শোক দিবস -২০২০ উপলক্ষে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কর্তৃক দেশব্যাপী গৃহীত কর্মসূচি (সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্য বিধিমেনে) বাংলাদেশের ৪ বারের নির্বাচিত মাননীয় প্রধাণমন্ত্রী, কৃষকরত্ন, দেশরত্ন, বিশ্বমানবতার মা, বিশ্বনেতা ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সংগ্রামী সভাপতি বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা’র অফিসে প্রদান করা হয়।
পর্যায়ক্রমে উক্ত কপি মন্ত্রী পরিষদ বিভাগ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মাননীয় মেয়র, মাননীয় আইজিপি, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিআইজি ঢাকা রেন্জ, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা জেলা পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ে প্রদান করা হয়।
সংগঠনের ৩ টি প্রতিনিধি টিম এই কার্যক্রমের নেতৃত্বে ছিলেন।
প্রতিনিধি টিমে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা (২০১২–২০১৯) বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি , সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ, কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক মেরিন ছাত্রলীগ নেতা এস এম আশরাফুল আলম ( সম্পাদক, গ্রামীণ কৃষি পত্রিকা), বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মাহমুদ আলম টিটু, কেন্দ্রীয় সহ-সম্পাদক এড. শাহআলম,
সহ-সম্পাদক সাংবাদিক প্রকৌ. মো. মাসুম জাহিদ মাসুদ, কেন্দ্রীয় নেতা কৃষিবিদ হাসান রুহি, মো. মইনুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সাংবাদিক এস এম জীবন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের বিভাগীয় /জেলা /মহানগর /প্রাতিষ্ঠানিক কমিটি কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের সংশ্লিষ্ট কাগজপএ দ্রুত সংগ্রহ করার জন্য বলা হয়েছে।