নিজস্ব প্রতিবেদকঃ করোনা মহামারী সংক্রামনের দ্বিতীয় ধাপ আসছে শীতে পুনরায় বাড়তে পারে সংক্রামন,এই সংক্রামন রুখতে অগ্রীম ব্যাবস্থা গ্রহনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশানুসারে অগ্রীম ব্যাবস্থার অংশ হিসেবে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেছে।
ঢাকা মহানগরীর ফার্মগেট এলাকায় আজ বিকেলে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক এবং আমরা পল্লবী বাসী সংগঠন এর সাধারণ সম্পাদক সরকার মো. আবুল কালাম আজাদ মাস্ক বিতরন করেন। এই সময় কেন্দ্রীয় সভাপতি’র সাথে উপস্থিত ছিলেন সংগঠন এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান এবং কেন্দ্রীয় নেতা গিলবার্ট শিশির গোমেজ।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো.আবুল কালাম আজাদ বলেন, আমি জানি আমার নেতা কর্মীরা এই মাস্ক বিতরন কার্যক্রম সার্থক করে তুলবেন এবং সবাইকে মাস্ক পরিধানে উদ্বুদ্ধ করবেন।
তিনি আরও বলেন,সবার প্রতি আমার অনুরোধ কেউ বাইরে মাস্ক পরিধান ব্যাতীত চলাফেরা করবেন না। এবং পাশাপাশি আপনার স্বজন বন্ধুবান্ধবদের মাস্ক পরিধানে উৎসাহিত করবেন। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রা প্রবাহমান রাখতে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। সবাই সুস্থ্য থাকুন ভালো থাকুন।
উল্লেখ্য বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এই কার্যক্রম চলমান থাকবে।