নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দেশের উন্নয়ন, রাজনীতি এবং সমসাময়িক বিষয়ে আলোচনা করেছেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ।
সোমবার বিকেলে (৪ জানুয়ারি) রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের কার্যালয়ে বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন’র নবনির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎকালে এক মতবিনিময় সভায় তিনি এসব আলোচনা করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি অংশ ফটো সাংবাদিকরা। জীবনের মায়া ত্যাগ করে জাতির প্রয়োজনে তারা সর্বদা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালীন প্রকাশিত সংবাদ, স্মৃতিকথা পুস্তক আকারে বের করে বর্তমান প্রজন্মকে জানাতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত আলোকচিত্রের প্রদর্শনীর আহবান জানান।
মতবিনিময় সভায় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক কাজল হাজরা, যুগ্মসাধারণ সম্পাদক জীবন আমির শেখ হাসান, অর্থ সম্পাদক মহিন আহম্মেদ, ক্রীড়া সম্পাদক মো. এনায়েত রফিক, নির্বাহী সদস্য মো. জাহিদুল ইসলাম, আব্দুল্লাহ আল মুমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. গোলাম মোস্তফা এবং সাধারণ সম্পাদক কাজল হাজরা বিপিজেএ’র প্রকাশিত ” রুপসী বাংলা ” বইটি বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্র লীগ নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ’কে প্রদান করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদের সাথে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক এবং গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশারফ হোসেন পাপ্পু, মোহাম্মদ হানিফ । বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি শেখ জামাল উদ্দিন, বঙ্গবন্ধু পেশাজীবী লীগ চাঁদপুর জেলার যুগ্ন আহবায়ক সাংবাদিক আবদুল হালিম ও মোঃ আবু হানিফ।
উল্লেখ্য এ সময় বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রকাশিত ২০২১ সালের নতুন ক্যালেন্ডার বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটিকে প্রদান করেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় প্রতিনিধি টিম।