নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক সরকার মো. আবুল কালাম আজাদ গত শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেওয়া চলমান দশটি মেগাপ্রজেক্টের অন্যতম পদ্মাসেতুর প্রকল্প এলাকায় পরিদর্শন করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদ বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। বঙ্গবন্ধুর ভাবনা ছিল সকল মানুষকে নিয়ে ভালো থাকা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

পদ্মা সেতু নির্মাণের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্রের জবাব দিয়েছেন। সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে বসিয়েছেন। সমগ্র দেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর কাজ প্রত্যক্ষ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, পদ্মা সেতু নির্মাণের মাধ্যম দক্ষিণাঞ্চলের ২১ টি জেলাকে সরাসরি সড়ক নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছেন প্রধানমন্ত্রী। সমগ্র দেশবাসী পদ্মা সেতু নির্মাণ কাজের জন্য প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞ। ২০৪১ সালের মধ্যে এদেশ উন্নত দেশে পরিণত হবে।

এই সময় কেন্দ্রীয় সভাপতির সাথে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-গ্রন্হাগারিক আলহাজ্ব মো. আবুল কাসেম সরকার, সংগঠন এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সাবেক মেরিন ছাত্রলীগ নেতা গ্রামীণ কৃষি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম আশরাফুল আলম, ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক আসিফ হাওলাদার ইলিয়াস সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।