নগর প্রতিনিধিঃ
বুধবার বঙ্গবন্ধু পেশাজীবী লীগ ঢাকা মহানগর পশ্চিম এর উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, দোওয়া ও মাস্ক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় সভাপতি ড. সরকার মো. আবুল কালাম আজাদ, প্রধান আলোচক সাধারণ সম্পাদক শেখ জামাল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সময়ের আলো প্রকাশক ইঞ্জিনিয়ার গাজী আহমেদ উল্লাহ, অর্থ সম্পাদক ও গ্রামীণ কৃষির সম্পাদক এস এম আশরাফুল আলম, সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মাসুম জাহিদ মাসুদ।
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় নেতা শফিউল আলম মানিক, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় নেতা মো. হানিফ, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, গিলবার্ট শিশির, চাঁদ উদ্যান বাড়ি মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান।
ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি শেখ জামাল উদ্দিনের সভাপতিত্বে পশ্চিমের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন চাঁদ উদ্যাণ মসজিদের পেশ ইমাম মাওলানা জামাল উদ্দিন।
আলোচনা সভা শেষে উপস্থিত সকল পেশাজীবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মাঝে সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।