নগর প্রতিনিধি
ঢাকা মহানগরীতে সবুজায়নের লক্ষে বিশেষ করে বিল্ডিং বাড়ীর ছাদে /লনে / বারান্দায় বাগান করার জন্য ধানমন্ডি-৩২ নং সড়কে বঙ্গবন্ধু’র বাসভবনের সামনে থেকে উন্নত/হাইব্রিড জাতের সবজি বীজ বিনামূল্যে বিতরন করবে বঙ্গবন্ধু পেশাজীবী লীগ কেন্দ্রীয় কমিটি আগামী ১৭/৯/২০২০ ইং, সময় : সকাল – ১১ টায়।
সংগঠনের সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ শেখ জামাল আহমেদ সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এর মাননীয় মেয়রদ্বয় ও ঘোষনা করেছেন যারা ঢাকা শহরে ছাদে /বারান্দায় বাগান করবেন তাঁদের বাড়ীর হোল্ডীং টেক্স শতকরা ১০ ভাগ কম নেয়া হবে।