গ্রামীণ কৃষি ডেস্কঃ সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় ৪৪ বঙ্গবন্ধু এভিনিউ’তে (গুলিস্তান) সংগঠন এর কেন্দ্রীয় কার্যালয়ে সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট কৃষি লেখক ড. সরকার মো.আবুল কালাম আজাদ এক বিবৃতিতে নব নির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন আগামী দিনগুলোতে নতুন প্রজন্মকে বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ও তাঁর অবদান সম্পর্কে বিশদ ভাবে জানতে সাহায্য করবে। আমরা মনে প্রাণে বিশ্বাস করি এই কমিটি সেই লক্ষ্যে কাজ করবে।
মুজিবীয় আদর্শ, যা অন্ধকারেও আলোর মশাল জ্বালিয়ে পথ দেখায় এবং সকল চক্রান্তকে বিচ্ছিন্ন করতে সক্ষম তাই এই আদর্শ থেকে বিচ্যুতি হওয়া চলবে না।
মুজিবীয় আদর্শে দীক্ষিত এর কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রেখে সকল কার্যক্রম অটুট রাখবে এবং তাদের জয়যাত্রা অব্যাহত রাখবে। – বিজ্ঞপ্তি