সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ জেলা বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর উদ্যোগে গত ১৭/৯/২০২০ ইং, বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও অসহায়- দুস্হদের মাঝে কেক ও মিষ্টি বিতরন করা হয়। জেলা কমিটির সভাপতি মো. কামরুজ্জামান খান (রাসেল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব সেলিনা পারভীন স্বপ্না।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ও সিরাজগঞ্জ জেলা কমিটির সমন্বয়কারী ডাঃ মো. আহসান হাবিব তালুকদার। জেলা কমিটির সাধারণ সম্পাদক মো.আমিনুল ইসলাম রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ, জেলা যুব লীগ, জেলা শ্রমিক লীগ, সিরাজগন্জ পৌর আওয়ামী লীগ ও যুব লীগ এর নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।