নিজস্ব প্রতিবেদক
রবিবার ( ৩০ আগষ্ট ) করোনা মহামারীতে সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ বেতারে (১৭–২০) গ্রেডের সরকারি চাকুরীজীবীদের মাঝে পবিত্র আশুরার দিন বঙ্গবন্ধু পেশাজীবী লীগ এর পক্ষ থেকে ” বাংলাদেশ বেতারে স্হাপিত মুজিব কর্ণার ” থেকে সার্জিক্যাল মাস্ক বিতরন করা হয়।
মাক্স বিতরন কার্যক্রমে এ সময় উপস্হিত ছিলেন বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ কৃষক লীগের সদ্য সাবেক কেন্দ্রীয় নেতা বিশিষ্ট লেখক সরকার মো. আবুল কালাম আজাদ পিএইচডি।
বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ডিআরডি (প্রশাসন) জনাব মো. নাছিমুল কামাল, ডিআরডি জনাব মো. সাইদুজ্জামান, এডি জনাব দুলাল হোসেন, প্রধান ঘোষক জনাব মাহবুব সোবহান, বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান, বন ও পরিবেশ সম্পাদক মো. মাহমুদ আলম টিটু, জনাব মো. মইনুল ইসলাম, মো. শামিম হোসেন, মো. প্রিন্স এবং সরকারি কর্মচারী সমিতির সভাপতি (১৭–২০ গ্রেড) বাংলাদেশ বেতার শাখা জনাব মো. শাহাবউদ্দিন সহ প্রমুখ ব্যক্তিবর্গ।