শনিবার, মার্চ ১৫, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চান: সালাহউদ্দিন

ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে চান: সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সাবেক কিংবদন্তী ফুটবলার কাজী মোহাম্মদ সালাহউদ্দিন। এই নিয়ে চতুর্থবারের মত নির্বাচিত এই সংগঠক বলেছেন, বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চান তিনি।
শনিবার নির্বাচনী ফলাফল ঘোষণার পর সালাহউদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, সবাই তার পক্ষে অবস্থান নিয়েছেন। নিজেকে পুর্ন প্যানেলে জয়ী করার কৃতিত্ব তিনি ভোটারদেরকেই দিয়েছেন। তিনি বলেন, এই জয়ের কৃতিত্ব কেবল ভোটারদের। কারণ নির্বাচনের আগে অনেকেই অনেক কিছু বলেছেন। এই ভোটের মাধ্যমে এর জবাব পেয়ে গেছে সমালোচকরা। প্যানেলের পক্ষ থেকে তিনি ভোটারদের ধন্যবাদ জানান।
বাংলাদেশের এই কিংবদন্তী ফুটবলার বলেন, বিগত ১২ বছর ধরে তারা ফুটবলকে মাঠের মধ্যেই রেখেছেন। এই সময় কোন লীগ বা ম্যাচ বাদ পড়েনি। ফুটবলের সঙ্গে সরাসরি যুক্ত খেলোয়াড় ও কাউন্সিলররা তাকে সমর্থন দেবার কারণ হচ্ছে তিনি নিয়মিত ফুটবলের আয়োজন করে গেছেন। বাফুফে প্রধান আরো বলেন, বর্তমান খেলোয়াড়রা তার পক্ষ নেয়ার কারণ হচ্ছে তিনি ফুটবলের জন্য সঠিক কাজটিই করে চলেছেন।
কে ফুটবল ফেডারেশনের সদস্য এবং কে প্রতিপক্ষ প্যানেলের সেটি বিবেচনায় না নিয়ে ফুটবলের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সালাহউদ্দিন। নির্বাচনে ৯৪ ভোট পেয়ে ফের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন নির্বাচন থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়া সাবেক ফুটবলার বাদল রায়। তিনি পেয়েছেন ৪০ ভোট। আরেক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন শুধুমাত্র একটি ভোট।
৯১ ভোট নিয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস সালাম মোর্শেদী এমপি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বি শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪ ভোট। নির্বাচনী ইস্তেহারে ৩৬টি প্রতিশ্রুতি দেয়া সালাহউদ্দিনের সম্মিলিত পরিষদের প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে ইমরুল হাসান (৮৯ ভোট), কাজী নাবিল আহমেদ এমপি (৮১ ভোট) এবং আতাউর রহমান ভুইয়া মানিক (৭৫ ভোট)।
চতুর্থ সহ-সভাপতি পদে সমান সংখ্যক ৬৫ ভোট করে পেয়েছেন মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল। আগামী ৩১ অক্টোবর বাফুফে ভবনে অনুষ্ঠিত হবে ওই পদের পুনঃনির্বাচন। শনিবারের ওই নির্বাচনে সর্বমোট ১৩৯ জন ভোটারের মধ্যে ১৩৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সালাহউদ্দিন বাফুফের সভাপতি হিসেবে প্রথমবার নির্বাচিত হয়েছিলেন ২০০৮ সালে। প্রয়াত মেজর জেনারেল (অব:)আমিন আহমেদ চৌধুরীকে হারিয়ে সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর ২০১২ সালে ২য় বারের মত সভাপতি নির্বাচিত হবার পর সর্বশেষ ২০১৬ সালে ব্যবসায়ী কামরুল আশরাফ খান ফোটনকে হারিয়ে তৃতীয় বারের মত সভাপতি হয়েছিলন তিনি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেলেন তারেক রহমান

যশোরে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। যশোরের জেলা ও দায়রা জজ শেখ...

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ হেডকোয়ার্টার্সে হটলাইন চালু

নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভ টিজিং, হেনস্তা ও যৌন হয়রানি বিষয়ে কার্যকরী ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন সেবা চালু...

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার শীর্ষক প্রকল্পের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি সম্প্রদায়ের স্থিতিস্থাপকতার জন্য জীববৈচিত্র্যের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার সিএইসটি শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান গত ০৪ঠা মার্চ ২০২৫ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ...

মার্ক কার্নি কানাডার নতুন প্রধানমন্ত্রী

কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। তিনি বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্থলাভিষিক্ত হলেন। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। আবার...

Recent Comments