বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিক ফিলিপাইনে টাইফুনের প্রভাবে রাজধানীতে বন্যা

ফিলিপাইনে টাইফুনের প্রভাবে রাজধানীতে বন্যা

আন্তর্জাতিক ডেস্কঃ ঝড়ে পর্যুদস্ত ফিলিপাইনে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
এতে কিছু লোক ছাদে আটকা পড়েছে এবং দেশটির অন্য অঞ্চলে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে।
টাইফুন ভ্যামকো ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে ধেয়ে এসে গতরাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও এর আশ পাশ ডুবে গেছে।
ম্যানিলার কাছের রাইজাল প্রদেশের অবসরপ্রাপ্ত দুর্যোগ কর্মকর্তা রাউল সান্তোষ বলেন, অনেক এলাকা ডুবে গেছে। লোকজন সাহায্যের আর্তি জানাচ্ছে।
এদিকে ক্যামারিন নর্তে প্রদেশে অন্তত একজনের প্রাণহানি এবং আরো তিনজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়।
এছাড়া আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় প্রাণ সংহারি উঁচু উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। এর ফলে ম্যানিলাসহ অনেক নিচু এলাকা তলিয়ে যেতে পারে।
ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কিছু লোকের প্রাণহানি ও হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতির আমন্ত্রণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়াপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমানকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির...

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবেঃ উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) জনাব সুপদ্রীপ চাকমা বলেছেন, পরিবেশ সুরক্ষায় ৪০ শতাংশ অক্সিজেন পাওয়া যায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলা থেকে।...

আজ শুরু হচ্ছে ১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ

১১তম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সামরিক সংলাপ আজ ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে শুরু হচ্ছে। সংলাপটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। আন্তঃবাহিনী জনসংযোগ...

গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবেঃ সংস্কার কমিশন 

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, গণমাধ্যম সংশ্লিষ্ট সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং অনলাইন নিউজ পোর্টালের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে জনগণের স্বার্থে কাজ...

Recent Comments