আন্তর্জাতিক ডেস্কঃ ঝড়ে পর্যুদস্ত ফিলিপাইনে তৃতীয় দফায় টাইফুন আঘাত হানার পর বৃহস্পতিবার দেশটির রাজধানীতে ব্যাপক বন্যা দেখা দিয়েছে।
এতে কিছু লোক ছাদে আটকা পড়েছে এবং দেশটির অন্য অঞ্চলে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে।
টাইফুন ভ্যামকো ঘন্টায় ১৫৫ কিলোমিটার বেগে ধেয়ে এসে গতরাতে ফিলিপাইন উপকূলে আঘাত হানে। কর্তৃপক্ষ ভূমিধস এবং উপকূলীয় এলাকায় উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে।
ঝড়ের প্রভাবে প্রবল বর্ষণে রাজধানী ম্যানিলা ও এর আশ পাশ ডুবে গেছে।
ম্যানিলার কাছের রাইজাল প্রদেশের অবসরপ্রাপ্ত দুর্যোগ কর্মকর্তা রাউল সান্তোষ বলেন, অনেক এলাকা ডুবে গেছে। লোকজন সাহায্যের আর্তি জানাচ্ছে।
এদিকে ক্যামারিন নর্তে প্রদেশে অন্তত একজনের প্রাণহানি এবং আরো তিনজন নিখোঁজ বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা কার্যালয়।
এছাড়া আবহাওয়া দপ্তর উপকূলীয় এলাকায় প্রাণ সংহারি উঁচু উঁচু ঢেউয়ের বিষয়ে সতর্ক করেছে। এর ফলে ম্যানিলাসহ অনেক নিচু এলাকা তলিয়ে যেতে পারে।
ফিলিপাইনে এর আগে টাইফুন মোলাভে ও গনি আঘাত হানে। এতে বেশ কিছু লোকের প্রাণহানি ও হাজার হাজার বাড়ি ঘর ধ্বংস হয়েছে।