মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা ফিফা এ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

ফিফা এ্যাওয়ার্ড অনুষ্ঠান ১৭ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে

ক্রীড়া ডেস্কঃ ফিফার বার্ষিক এ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামী ১৭ ডিসেম্বর ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। বিশ^ ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা শুক্রবার এই ঘোষনা দিয়েছে। করোনা মহামারীর কারনে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অর এর এবারের আয়োজন বাতিল ঘোষনা করেছিল।
ফিফা বর্ষসেরা এই অনুষ্ঠান সেপ্টেম্বরে মিলানে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু করোনা মহামারীর কারনে বাতিল করা হয়। গত বছর মিলানে লিওনেল মেসি রেকর্ড ষষ্ঠবারের মত বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছিলেন।
জাতীয় দলের অধিনায়ক, কোচ , গণমাধ্যম ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। আগামী বুধবার থেকে শুরু হয়ে এই ভোটিং কার্যক্রম ৯ ডিসেম্বর পর্যন্ত খোলা থাকবে।
সেরা খেলোয়াড় ছাড়া সেরা পুরুষ ও নারী বিভাগে সেরা কোচ ও গোলরক্ষককেও ভোটের মাধ্যমে বেছে নেয়া হবে। সেরা গোলের জন্য দেয়া হবে পুসকাস এ্যাওয়ার্ড।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

বরগুনার সওদাগর পাড়া এখন সবজির গ্রাম

বরগুনা জেলার তালতলী উপজেলার সওদাগর পাড়া গ্রামে লবণাক্ত জমিতে সবজি চাষ করে ২২০ জন চাষীর ভাগ্য ফিরেছে। বর্তমানে ওই গ্রামটি পরিচিতি পেয়েছে...

ট্রাম্পের অভিষেক উপলক্ষে ঢাকার অভিনন্দন

ওয়াশিংটন ডিসিতে কয়েক ঘণ্টার মধ্যে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার প্রাক্কালে ঢাকা আজ তাকে অভিনন্দন জানিয়েছে।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে আজ রাতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস সুইজারল্যান্ডের দাবোসে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে চারদিনের সফরে আজ ঢাকা ত্যাগ করবেন।

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় সেচের পানি দেওয়া শুরু 

তিস্তা ব্যারেজ কমান্ড এলাকায় চলতি বোরো মৌসুমে ক্যানেলগুলোতে সেচের পানি দেওয়া শুরু হয়েছে। ফলে কমান্ড এলাকায় কৃষকরা বোরো চাষে মাঠে নেমে পড়েছেন।...

Recent Comments